Category Archives: সুন্নতে নববী

মাথায় তৈল লাগানোর সুন্নাত তরীকা

 তৈল শিশি থেকে বাম হাতের তালুতে ঢালবে।  সেখান থেকে ডান হাতের আঙ্গুল দ্বারা প্রথমতঃ ডান-বাম চোখের পলকে তৈল লাগাবে।  অতঃপর ডান-বাম চোখে লাগাবে।  এরপর মাথায় তৈল লাগানোর সময় প্রথমে কপালের ডান দিক হতে শুরম্ন করবে।

Posted in সুন্নতে নববী | Comments Off on মাথায় তৈল লাগানোর সুন্নাত তরীকা

তায়াম্মুমের সুন্নাত সমূহ

 তায়াম্মুমের শুরম্নতে পূর্ন বিসমিলস্নাহ পড়বে।  মাটিতে হাত রাখার সময় আঙ্গুলসমূহ ফাঁকা করে রাখবে।  মাটিতে উভয় হাত রাখার পর হস্ত্মদ্বয় সামান্য আগে পিছে নিয়ে মাটিতে ঘর্ষণ করবে।  অতঃপর উভয় হাত ঝেড়ে নেয়া।  তায়াম্মুমের অঙ্গসমূহ মাসেহ করার … Continue reading

Posted in সুন্নতে নববী | Comments Off on তায়াম্মুমের সুন্নাত সমূহ

অন্যের কথাবার্তা শোনার সুন্নাত তরীকা

১. কারো কথা শুনতে চাইলে রাস্তার এক কিনারে দাড়িঁয়ে বা কোথাও বসে কথা শুনবে। ২. কথা শুনতে গিয়ে কারো কথা কাটা যাবে না; বরং তাকে বুঝিয়ে দিবে। ৩. ধনী-গরীব সবার কথা আগ্রহের সাথে শুনবে। যে কথা শুনে সকলে হাসে, সে … Continue reading

Posted in সুন্নতে নববী | Comments Off on অন্যের কথাবার্তা শোনার সুন্নাত তরীকা

মজলিসে বসার সুন্নাত তরীকা

১. যখন কোন বড় মজলিসে বসবে তখন অপরের সঙ্গে মিলে মিলে বসা (মাঝে ফাঁকা রাখবে না) এবং এসব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ তোমাদের কি হলো, আমি তোমাদের বিক্ষিপ্ত অবস্থায় দেখছি। ২. সাহাবায়ে কিরাম রাযি. নবীর দরবারে এমন দৃঢ় … Continue reading

Posted in সুন্নতে নববী | Comments Off on মজলিসে বসার সুন্নাত তরীকা

টুপি পরার সুন্নাতসমুহ

টুপি কাপড়ের হওয়া। Ÿটুপি সাদা হওয়া সুন্নাত। Ÿহযরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এমন টুপি ব্যবহার করতেন, যা মাথার সাথে লেগে থাকতো। তাই বর্তমানে অনেক স্থানে প্লাষ্টিকের টুপি, তালের আশের টুপি, কাগজের টুপির প্রচলন দেখা যায়, এর দ্বারা সুন্নাত আদায় হবে … Continue reading

Posted in সুন্নতে নববী | Comments Off on টুপি পরার সুন্নাতসমুহ

চিরুনি করার সুন্নাত তরীকা

ডান দিক থেকে চিরুনী করা আরম্ব করবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে সিঁথী ছাড়াই মাথার কেশ পরিপাটি করতেন, কিন্তু পরবর্তী কালে সিঁথী করা শুরু করেছিলেন। মাথার মাঝখানে সিঁথী করা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম প্রতি দিন চিরুনি করতেন না, … Continue reading

Posted in সুন্নতে নববী | Comments Off on চিরুনি করার সুন্নাত তরীকা

ঘুম থেকে উঠার সুন্নাতসমুহ

১. ঘুম থেকে উঠে তিন বার ‘আল-হামদু লিল্লাহ’ বলে উভয় হাতের তালু দ্বারা চোখ ঢলা। ২. ঘুম থেকে উঠে কালিমায়ে তাইয়্যিবা পড়া। ৩. এই দুয়া পড়া- اَلْحَمْدُ لِلّهِ الَّذِيْ اَحْيَانَا بَعْدَ مَا اَمَاتَنا وَاِلَيْه الُّشُوْرُ উচ্চারণঃ আলহামদু লীল্লা-হিল্লাযী আহ্ইয়া-না-বা‘দামা আমাতানা … Continue reading

Posted in সুন্নতে নববী | Comments Off on ঘুম থেকে উঠার সুন্নাতসমুহ

বুগলী কবর খনন করার তরীকা।

প্রথমে দিক সোজা করে উত্তর-দক্ষিণে দৈর্ঘ্য ৪ হাত, প্রস্থে পৌনে দুই বা দুই হাত এবং আড়াই হাত গভীর করে একটি গর্ত খুঁড়বে। তারপর পশ্চিম দিকে দেয়ালের নিচ উত্তর-দক্ষিণে লম্বা করে গর্ত করবে এবং সেখানে মাইয়েতকে রাখবে।

Posted in সুন্নতে নববী | Comments Off on বুগলী কবর খনন করার তরীকা।

সিন্দুকী কবর খনন করার তরীকা।

কবরকে মাইয়্যেতের দেহের দৈর্ঘের চেয়ে সামান্য পরিমান লম্বা করবে। এর চেয়ে বেশী লম্বা করা উচিত নয়। মাইয়্যেতের দেহের দৈর্ঘের অর্ধেক পরিমান চওড়া করবে। গভীরতায় দেড় হাত পরিমান খনন করার পর কবরের মধ্যে মাইয়্যেতের জন্য আর একটি ছোট গর্ত খনন করবে। … Continue reading

Posted in সুন্নতে নববী | Comments Off on সিন্দুকী কবর খনন করার তরীকা।

কবর খনন করার সুন্নাত তরীকা

কবর দুই প্রকার (১) সিন্দুকী কবর। (২) বুগলী কবর। আমাদের দেশের অধিকাংশ এলাকার মাটি সাধারণত নরম হওয়ায় বুগলী কবর দেওয়া সম্ভব হয় না। এজন্য সিন্দুকী কবর খনন হয়।

Posted in সুন্নতে নববী | Comments Off on কবর খনন করার সুন্নাত তরীকা