Category Archives: কবর যিয়ারত

প্রশ্নঃ তিলাওয়াত ও দুআ দুরূদ পড়ে কিভাবে দোয়া করবে?

উত্তরঃ তিলাওয়াত ও দুআ দুরূদ পড়ার পর বিবলামুখী হয়ে অর্থাৎ, মাইয়েতের দিকে পিঠ করে দুআ করবে। (দেখুনঃ যাওয়াহিরুল ফিকহ্)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, কবর যিয়ারত, সামাজিক | Comments Off on প্রশ্নঃ তিলাওয়াত ও দুআ দুরূদ পড়ে কিভাবে দোয়া করবে?

প্রশ্নঃ সালামের পর কি পড়বে?

উত্তরঃ সালামের পর কেবলার দিকে পিঠ এবং মাইয়েতের কবরের দিকে মুখ করে যথাসম্ভব কুরআন শরীফ ও দরূদ শরীফ পড়ে মাইয়েতকে ছওয়াব পৌঁছে দিবে। বিশেষভাবে সূরা- বাকারার শুরু থেকে মুফলিহুন পর্যন্ত, আয়াতুল কুরছী, সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা-  ফাতেহা, সূরা- … Continue reading

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, কবর যিয়ারত, সামাজিক | Comments Off on প্রশ্নঃ সালামের পর কি পড়বে?

প্রশ্নঃ কবরস্থানে প্রবেশ করে প্রথমে কি করবে?

উত্তরঃ কবরস্থানে প্রবেশ করে প্রথমে সমস্ত কবরবাসীর উদ্দেশ্যে সালাম করবে। সালামের বিভিন্ন শব্দ রয়েছে। তন্মোধ্যে সব‘চে সংক্ষিপ্ত শব্দ হল, اَلسَّلاَمُ عَلَيْكُمْ يَا اَهْلَ الْقُبُوْرِ  (উচ্চারণঃ আস্সালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অর্থঃ হে কবরবাসী! তোমাদের উপর শান্তি বর্ষিত হোক)। (দেখুনঃ আহকামে … Continue reading

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, কবর যিয়ারত, সামাজিক | Comments Off on প্রশ্নঃ কবরস্থানে প্রবেশ করে প্রথমে কি করবে?

প্রশ্নঃ কতদিন পর পর কবর যিয়ারত করবে?

উত্তরঃ প্রতি সপ্তাহে অন্ততঃ একবার কবর যিয়ারত করা মুস্তাহাব। বিশেত করে শুক্রবার কবর যিয়ারত করা অধিক উত্তম। বৃহস্পতিবার, শনিবার এবং সোমবারও কবর যিয়ারত করা উত্তম। (দেখুনঃ আহকামে মাইয়্যেত)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, কবর যিয়ারত, সামাজিক | Comments Off on প্রশ্নঃ কতদিন পর পর কবর যিয়ারত করবে?

প্রশ্নঃ পুরুষ ও নারীদের জন্য কবর জিয়ারতের হুকুম কি?

উত্তরঃ কবর জিয়ারতে ক্ষেত্রে পুরুষদের জন্য যিয়ারত করা মুস্তাহাব। নারী যুবতী হলে তার জন্য কবরস্থানে যাওয়া জায়েয নেই। তবে বৃদ্ধা হলে কান্নাকাটি, মাতম ইত্যাদি শরীআত বিরোধী কাজ করবে না- এরূপ একীন থাকলে সাজসজ্জ না করে খুশবু না মেখে পর্দার সাথে … Continue reading

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, কবর যিয়ারত, সামাজিক | Comments Off on প্রশ্নঃ পুরুষ ও নারীদের জন্য কবর জিয়ারতের হুকুম কি?