Category Archives: বিবাহ

প্রশ্নঃ সংগমের বিশেষ কিছু আদব ও বিধি-নিষেধ জানতে চাই?

উত্তরঃ সংগমের কিছু আদব ও নিয়ম নি¤œরূপ ঃ কোন শিশু বা পশুর সামনে সংগমে রত না হওয়া, পর্দা ঘেরা স্থানে সংগম করা, সংগম শুরু করার পূর্বে শৃঙ্গার (চুম্বন, স্তন মর্দন ইত্যাদি) করবে। বীর্য, যৌনাঙ্গের রস ইত্যাদি মোছার জন্য এক টুকরা … Continue reading

Posted in বিবাহ, লেনদেন বিষয়াদী, স্ত্রী মিলন | ১ Comment

প্রশ্নঃ কোন কোন অবস্থায় স্ত্রীর সাথে সংগম করা যাবে না?

উত্তরঃ নি¤েœাক্ত অবস্থায় স্ত্রীর সাথে সংগম করা যাবে না। স্ত্রীর মাসিক বা প্রসবকালীন ¯্রাব চলা কালে। এতেকাফ অবস্থায়। রোজার দিনের বেলায়। এহরাম অবস্থায়। স্ত্রীর পিছনের রাস্তা দ্বারা। (দেখুনঃ স্বামী-স্ত্রীর মধুর মিলন)

Posted in বিবাহ, লেনদেন বিষয়াদী, স্ত্রী মিলন | Comments Off on প্রশ্নঃ কোন কোন অবস্থায় স্ত্রীর সাথে সংগম করা যাবে না?

প্রশ্নঃ বীর্যপাতের সময় কোন দোয়া পড়বে?

উত্তরঃ বীর্যপাতের সময় নি¤েœাক্ত দুআটি পড়বে ঃ اللّهُمَّ لآ تَجْعَلْ لِلشَّيْطَانِ فِيْمَا رَزَقْتَنِيْ نَصِيْبًا. উচ্চারণ ঃ আল্লাহুম্মা লা তাজআল লিশ্শাইতানি ফিমা রাযাকতানী নাসীবান। অর্থ ঃ হে আল্লাহ, যে সন্তান তুমি আমাদেরকে দান করবে তার মধ্যে শয়তানের কোন অংশ রেখ না। … Continue reading

Posted in বিবাহ, লেনদেন বিষয়াদী, স্ত্রী মিলন | Comments Off on প্রশ্নঃ বীর্যপাতের সময় কোন দোয়া পড়বে?

প্রশ্নঃ সংগমের শুরুতে কোন দোয়া পড়তে হবে?

উত্তরঃ সংগমের শুরুতে বিসমিল্লাহ বলে কার্য শুরু করা। তারপর শয়তান থেকে পানাহ চাওয়া। উভয়টিকে একত্রে এভাবে বলা যায় ঃ بِسْمِ اللهِ اللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ و جَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا.

Posted in বিবাহ, লেনদেন বিষয়াদী, স্ত্রী মিলন | Comments Off on প্রশ্নঃ সংগমের শুরুতে কোন দোয়া পড়তে হবে?

প্রশ্নঃ সংগম শুরু করার পূর্বে সর্বপ্রথম কি করতে হবে?

উত্তরঃ সংগম শুরু করার পূর্বে সর্ব প্রথম নিয়ত সহীহ করে নেয়া; অর্থাৎ, এই নিয়ত করা যে, এই হালাল পন্থায় যৌন চাহিদা পূর্ণ করার দ্বারা হারামে পতিত হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে, তৃপ্তি লাভ হবে এবং তার দ্বারা কষ্ট সহিষ্ণু হওয়া … Continue reading

Posted in বিবাহ, লেনদেন বিষয়াদী, স্ত্রী মিলন | Comments Off on প্রশ্নঃ সংগম শুরু করার পূর্বে সর্বপ্রথম কি করতে হবে?

প্রশ্নঃ আমাদের দেশে যে বরযাত্রী যাওয়ার নিয়ম চালু আছে তা সঠিক কি না?

উত্তরঃ আমাদের দেশে যে বরযাত্রী যাওয়ার নিয়ম চালু হয়েছে এবং কনের পরিবারের পক্ষ থেকে ভোজের ব্যবস্থা করার নিয়ম চালু হয়েছে। এভাবে সমাজে বিবাহের উপযুক্ত কন্যার পিতাদেরকে কন্যাদায়গ্রস্ত বানিয়ে তোলা হয়েছে। এটা শরীআত সম্মত অনুষ্ঠান নয়- এটা রছম, অতএব তা পরিত্যাজ্য। … Continue reading

Posted in বিবাহ, বিয়ে পরবর্তি অনুষ্ঠান/ওলিমা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ আমাদের দেশে যে বরযাত্রী যাওয়ার নিয়ম চালু আছে তা সঠিক কি না?

প্রশ্নঃ ওলীমার অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমানদের থেকে উপহার গ্রহণ করা?

উত্তরঃ ওলীমার অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমানেেদর দাওয়াত দিয়ে আনা হয়। তার স্ব-ইচ্ছায় আসে না। এখন তাদেরকে দওয়াত দিয়ে এনে বিভিন্ন কৌশলে খাওয়ানোর পর তাদের কাছ থেকে উপহার আদায় করা জায়িয হবে না। কেননা, এটা পরোক্ষভাবে খাওয়ার প্রতিদান উসুল করা হচ্ছে এবং … Continue reading

Posted in বিবাহ, বিয়ে পরবর্তি অনুষ্ঠান/ওলিমা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ ওলীমার অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমানদের থেকে উপহার গ্রহণ করা?

প্রশ্নঃ ওলীমায় দাওয়াতের ক্ষেত্রে ধনী-গরীবের মাঝে ব্যবধান করবে কি না?

উত্তরঃ যে ওলীমায় শুধু ধনী ও দুনিয়াদার লোকদের দাওয়াত করা হয় এবং দ্বীনদার ও গরীব মিসকীনদের দাওয়াত করা হয় না, হাদীসের বর্ণনা অনুযায়ী তা হল সর্ব নিকৃষ্ট ওলীমা। অতএব ওলীমায় দ্বীনদার ও গরীব মিসকীনদেরকে ও দাওয়াত করা উচিত। (দেখুনঃ আহকামে … Continue reading

Posted in বিবাহ, বিয়ে পরবর্তি অনুষ্ঠান/ওলিমা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ ওলীমায় দাওয়াতের ক্ষেত্রে ধনী-গরীবের মাঝে ব্যবধান করবে কি না?

প্রশ্নঃ ওলীমায় উঁচু মানের খানার আয়োজন করা জরুরী কি না?

উত্তরঃ ওলীমায় অতিরিক্ত ব্যয় করা কিংবা খুব উঁচু মানের খানার ব্যবস্থা করা জরূরী নয় বরং প্রত্যেকের সামর্থানুযায়ী খরচ করাই সুন্নাত আদায়ের জন্য যথেষ্ট। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in বিবাহ, বিয়ে পরবর্তি অনুষ্ঠান/ওলিমা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ ওলীমায় উঁচু মানের খানার আয়োজন করা জরুরী কি না?

প্রশ্নঃ ওলীমা কখন করবে?

উত্তরঃ বাসর ঘর হওয়ার পর (তিন দিনের মধ্যে বা আক্দের তথা, বিবাহ হওয়ার সময়) আপন বন্ধু-বান্ধব, আতœীয়-স্বজন এবং গরীব মিসকীনদেরকে ওলীমা অর্থাৎ, বৌ-ভাত খাওয়ানো সুন্নাত। কেউ কেউ বাসর হওয়র পর এবং আক্দের সময় উভয় সময়েই এরূপ আপ্যায়ন উত্তম বলেছেন। (দেখুনঃ … Continue reading

Posted in বিবাহ, বিয়ে পরবর্তি অনুষ্ঠান/ওলিমা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ ওলীমা কখন করবে?