Category Archives: ইবাদাত

ব্যাঙের পেশাব পাক না নাপাক?

উত্তর: ডাঙ্গায় অবস্থানকারী ব্যাঙের পেশাব নাপাক। আর পানিতে অবস্থানকারী ব্যাঙের পেশাব পাক। (সূত্র- ইমদাদুল ফাতাওয়া)

Posted in নাপাকীর বর্ণনা | Comments Off on ব্যাঙের পেশাব পাক না নাপাক?

ওয়াশিং মেশিনের মাধ্যমে আজকাল নাপাক কাপড় ধৌত করা হয়। তাতে সরাসরি কাপড় ধোয়া, নিংড়ানো হয় না। মেশিনের মাধ্যমেই ধোয়া, পরিস্কার, নিংড়ানো, শুকনো কাপড় বের হচ্ছে। প্রশ্ন হচ্ছে, হাতে না চিপলে ওয়াশিং মেশিনের মাধ্যমে নাপাক কাপড় ধৌত করলে পাক হবে কি না?

উত্তর: ওয়াশিং মেশিনে ধোয়া নাপাক কাপড় পবিত্র করতে হলে কমপক্ষে ৩/৪ বার নতুন পানি দিয়ে মেশিন চালু করে প্রতিবার পনি ছেড়ে দিতে হবে। যখন মনে হবে যে, কাপড়ের ভেতরের নাপাকী বের হয়ে গেছে তখন কাপড় পাক হয়েছে বলে ধরে নিবে। … Continue reading

Posted in নাপাকীর বর্ণনা | Comments Off on ওয়াশিং মেশিনের মাধ্যমে আজকাল নাপাক কাপড় ধৌত করা হয়। তাতে সরাসরি কাপড় ধোয়া, নিংড়ানো হয় না। মেশিনের মাধ্যমেই ধোয়া, পরিস্কার, নিংড়ানো, শুকনো কাপড় বের হচ্ছে। প্রশ্ন হচ্ছে, হাতে না চিপলে ওয়াশিং মেশিনের মাধ্যমে নাপাক কাপড় ধৌত করলে পাক হবে কি না?

কেরোশিন, ডিজেল, পেট্রোল, ফুয়েল, মবিল, অকটেন এগুলো কি পাক?

উত্তর: কেরোশিন, ডিজেল এবং প্রশ্নে উল্লেখিত পেট্রোলিয়াম জাতীয় অন্যান্য পদার্থ কোনটিই নাপাক নয়। বরং পাক। তা শরীরে বা অন্য কোথাও লাগলে তা নাপাক হবে না। (সূত্র: মাসিক আল কাউসার, জানু: ২০০৬ইং)

Posted in নাপাকীর বর্ণনা | Comments Off on কেরোশিন, ডিজেল, পেট্রোল, ফুয়েল, মবিল, অকটেন এগুলো কি পাক?

জুতা বা চামড়ার মোজায় নাপাক লাগলে তা ধোয়া ছাড়া পাক করার কোন পদ্ধতি আছে কি না?

উত্তর: জুতা বা চামড়ার মোজার মধ্যে শরীর বিশিষ্ট (তরল নয়) এমন নাপাক লেগে যদি শুকিয়ে যায়, যেমন: গোবর, পায়খানা, রক্ত, বীর্জ ইত্যাদি তাহলে জমিনের উপর ঘষে সাফ করে ফেললেও পাক হয়ে যাবে আর খুঁটে খুঁটে আলাদা করে ফেললেও পাক হয়ে … Continue reading

Posted in নাপাকীর বর্ণনা | Comments Off on জুতা বা চামড়ার মোজায় নাপাক লাগলে তা ধোয়া ছাড়া পাক করার কোন পদ্ধতি আছে কি না?

কাঠ, অলংকার, চাটাই বা মটি এই জাতীয় কিছুতে যদি নাপাক লাগে যা ধোয়ার পর নিংড়ানো যায় না এগুলো পবিত্র করার পদ্ধতি কি?

উত্তর: কাঠ, অলংকার, চাটাই বা মাটি এই জাতীয় কিছুতে যদি নাপাক লাগে যা ধোয়ার পর নিংড়ানো যায় না, যেমন: প্লেট, জুতা, বোতল ইত্যাদি। এগুলো পবিত্র করার পদ্ধতি হলো, একবার ধোয়ার পর অপেক্ষা করতে হবে যখন পানি টপকানো বন্ধ হবে তখন … Continue reading

Posted in নাপাকীর বর্ণনা | Comments Off on কাঠ, অলংকার, চাটাই বা মটি এই জাতীয় কিছুতে যদি নাপাক লাগে যা ধোয়ার পর নিংড়ানো যায় না এগুলো পবিত্র করার পদ্ধতি কি?

কাপড়ে প্র¯্রাব জাতীয় কোন নাপাকি লাগলে তা পাক করার পদ্ধতিটি জানতে চাই।

উত্তর: প্র¯্রাব জাতীয় কোন নাপাকি লাগলে তিনবার ধৌত করতে হবে। প্রত্যেক বার ধোয়ার পর কাপড় নিংড়াতে হবে। শেষবার খুব ভালো করে নিংড়াতে হবে। (সুত্র: ফাতহুল কাদীর, আল বাহরুর রায়ীক)

Posted in uncatagorized, নাপাকীর বর্ণনা | Comments Off on কাপড়ে প্র¯্রাব জাতীয় কোন নাপাকি লাগলে তা পাক করার পদ্ধতিটি জানতে চাই।

অনেক সময় কয়েক বার ধোয়ার পরও নাপাকির দাগ বা হালকা গন্ধ থেকে যায়। জানতে চাই তা পাক হবে কি না?

উত্তর: কয়েকবার ধোয়ার পর যদি নাপাকি চলে যায়, কিন্তু দাগ বা গন্ধ যাচ্ছে না। তাহলে কাপড় পবিত্র বলেই গণ্য হবে। দাগ ও গন্ধ দূর করার জন্য সাবান ব্যবহার করা জরুরী নয়। (সূত্র: হিদায়া, বেহেশতী যেওর)

Posted in uncatagorized, নাপাকীর বর্ণনা | Comments Off on অনেক সময় কয়েক বার ধোয়ার পরও নাপাকির দাগ বা হালকা গন্ধ থেকে যায়। জানতে চাই তা পাক হবে কি না?

মাছ, মশা, মাছি, ছারপোকার রক্ত পাক না নাপাক?

উত্তর: মাছের রক্ত পাক। মাছি, ছারপোকা ও মশার রক্তও পবিত্র। এ সব কাপড়ে লাগলে কোন সমস্যা নেই। (সূত্র: শরহে বেকায়া, বেহেশতি যেওর)

Posted in uncatagorized, নাপাকীর বর্ণনা | Comments Off on মাছ, মশা, মাছি, ছারপোকার রক্ত পাক না নাপাক?

হালাল পাখির বিষ্টা পাক না নাপাক?

উত্তর: হাঁস, মুরগি ও পানকৌড়ি ছাড়া অন্যান্য হালাল পাখির বিষ্টা পাক। যেমন: চড়–ই, ময়না, পভৃতি। চামচিকার প্র¯্রাব-পায়খানাও পাক। (সূত্র: গুনয়াতুল মুতামাল্লী)

Posted in uncatagorized, নাপাকীর বর্ণনা | Comments Off on হালাল পাখির বিষ্টা পাক না নাপাক?

অনেকে মনে করে ছোট দুগ্ধপায়ী শিশুর প্র¯্রাব-পায়খানা নাপাক নয়। বিষয়টি ঠিক কি না?

উত্তর: না বিষয়টি ঠিক নয়। বরং ছোট দুগ্ধপায়ী শিশুর প্র¯্রাব-পায়খানাও নাপাক। তা নাজাসাতে গলীযা বা শক্ত নাপাক। তা কোথাও লাগলে যথাযথ নিয়মে ধুয়ে পাক করে নিতে হবে। (সূত্র: তিরমিযী শরীফ, রদ্দুল মুহতার)

Posted in নাপাকীর বর্ণনা | Comments Off on অনেকে মনে করে ছোট দুগ্ধপায়ী শিশুর প্র¯্রাব-পায়খানা নাপাক নয়। বিষয়টি ঠিক কি না?