Category Archives: ঋণীর মাসায়িল

স্বর্ণ, রৌপ্য, লোহ, সীসা জাতীয় খনিজ দ্রব্য জমিতে পাওয়া গেলে তার হুকুম কি?

খারাজী কিংবা উশরী ভূমিতে প্রাপ্ত স্বর্ণ, রৌপ্য, লোহ, সীসা, কিংবা তামা জাতীয় খনিজ দ্রব্য পাওয়া গেলে তাতে খুমুস তথা এক পঞ্চমাংশ ওয়াজিব। (দেখুনঃ হেদায়া)

Posted in ঋণীর মাসায়িল, যাকাত | Comments Off on স্বর্ণ, রৌপ্য, লোহ, সীসা জাতীয় খনিজ দ্রব্য জমিতে পাওয়া গেলে তার হুকুম কি?

কেউ নিজের বাড়ীর সীমানায় যদি খনিজ সম্পদ পায় তাহলে তাতে কি দিতে হবে?

নিজের বাড়ীর সীমানার ভিতরে কোন খনিজ-সম্পদ পাওয়া গেলে তাতে কিছুই ওয়াজিব হবে না। (দেখুনঃ ফাতহুল কাদীর)

Posted in ঋণীর মাসায়িল, যাকাত | Comments Off on কেউ নিজের বাড়ীর সীমানায় যদি খনিজ সম্পদ পায় তাহলে তাতে কি দিতে হবে?

কেউ যদি জমিতে প্রোথিত কোন সম্পদ লাভ করে তবে তাতে কি ওয়াজিব হবে?

যদি জমিতে অবস্থিত অর্থাৎ প্রোথিত কোন সম্পদ লাভ করে তবে তাতে খুমুস তথা এক পঞ্চমাংশ ওযাজিব হবে। (দেখুনঃ হেদায়া)

Posted in ঋণীর মাসায়িল, যাকাত | Comments Off on কেউ যদি জমিতে প্রোথিত কোন সম্পদ লাভ করে তবে তাতে কি ওয়াজিব হবে?

পাহাড়, পর্বতে যদি কেউ কোন পাথরের খনি পায় তাহলে সে তা থেকে কিছু দিতে হবে কি না?

না, পাহাড়ে প্রাপ্ত কোন কিছুর উপর খুমুস এক পঞ্চমাংশ ওয়াজিব নয়। কেননা রাসূলুল্লাহ সা. বলেছেনঃ পাথরের উপর খুমুস নাই। (দেখুনঃ ফাতহুল কাদীর)

Posted in ঋণীর মাসায়িল, যাকাত | Comments Off on পাহাড়, পর্বতে যদি কেউ কোন পাথরের খনি পায় তাহলে সে তা থেকে কিছু দিতে হবে কি না?

কেউ অমুসলিম রাষ্ট্রে নিরাপত্তা নিয়ে গেল ও সেখানে কোন ভূ-গর্ভস্থ সম্পদ পেল তাহলে কি করবে?

যদি অমুসলিম রাষ্ট্রে নিরাপত্তা নিয়ে প্রবেশের পর তাদের বাড়ীতে কিছু পায় তাহলে তা ঐ বাড়ীওয়ালাকে ফিরিয়ে দিবে। আর যদি তাদের পতিত ভূমিতে কিছু পায় তাহলে তা উদ্ধারকারী নিজেও নিতে পারবে। (দেখুনঃ হেদায়া)

Posted in ঋণীর মাসায়িল, যাকাত | Comments Off on কেউ অমুসলিম রাষ্ট্রে নিরাপত্তা নিয়ে গেল ও সেখানে কোন ভূ-গর্ভস্থ সম্পদ পেল তাহলে কি করবে?