হযরত সুলাইমান (আঃ)

প্রশ্নঃ হযরত সুলাইমান (আঃ) জেরুযালেমের সিংহাসনে বসেন কবে?
উত্তরঃ ৯৩৭ খৃষ্ট পূর্বাব্দে।
প্রশ্নঃ তিনি কত বছর রাজত্ব করেছিলেন?
উত্তরঃ ৩৭ বছর।
প্রশ্নঃ কোন নবী পশু পাখি জ্বিন ইত্যাদির বাদশাহ ছিলেন?
উত্তরঃ হযরত সুলাইমান (আঃ)।
প্রশ্নঃ কোন রানী গভীর পরীক্ষার পরে হযরত সুলাইমান (আঃ) এর প্রতি ঈমান এনেছিলেন?
উত্তরঃ সাবার রানী (বিলকিস)।
প্রশ্নঃ বিলকিসের রাজ্য কোথায় ছিল?
উত্তরঃ সাবা গোত্রে (দক্ষিন আরবে)।
প্রশ্নঃ হযরত সুলাইমান (আঃ) এর বৈশিষ্ট কি ছিল?
উত্তরঃ হযরত সুলাইমান (আঃ) এর বৈশিষ্ট হলো- তিনি পশু-পাখির ‘বুলি’ বুঝতেন, বাতাস তার বাধ্য ছিল, জ্বিন ও অন্যান্ন প্রানী তার বশীভূত ছিল।

This entry was posted in সাধারণ জ্ঞান. Bookmark the permalink.
//