হযরত দাঊদ (আঃ)

প্রশ্নঃ কোন জাতির হেদায়েতের জন্য হযরত দাঊদ (আঃ) নবী হিসেবে মনোনিত হয়েছিলেন?
উত্তরঃ অভিশপ্ত ইস্্রাঈল জাতির।
প্রশ্নঃ হযরত দাঊদ (আঃ) এর জীবিকা উপার্যনের মাধ্যম কি ছিল?
উত্তরঃ লৌহ-বর্ম নির্মাণ ও বিক্রয় করা।
প্রশ্নঃ কোন মহামানবের হাতের পরশে শক্ত লোহা নরম হয়ে যেত?
উত্তরঃ হযরত দাঊদ (আঃ)।
প্রশ্ন ঃ হযরত দাঊদ (আঃ) এর প্রতি আল্লাহর কোন কিতাব নাযিল হয়?
উত্তরঃ যাবুর।
প্রশ্নঃ কোন নবীর সঙ্গে পাহাড়, তরুলতা, পশুপাখি প্রভৃতি উপাসনায় যোগদান করতো?
উত্তরঃ হযরত দাঊদ (আঃ) এর সঙ্গে।
প্রশ্নঃ হযরত দাঊদ (আঃ) এর কবর কোথায় অবস্থিত?
উত্তরঃ জেরুযালেমের দক্ষিন-পশ্চিম সীমান্তে।

This entry was posted in সাধারণ জ্ঞান. Bookmark the permalink.
//