হজ্জ ফরজ হওয়ার পর বিলম্ব করা যাবে কি না?

হজ্জ ফরয হওয়ার পর তা সঙ্গে সঙ্গে সেই বৎসরই আদায় করা ওয়াজিব। বিনা ওজরে দেরী করা গুনাহ। ছেলে মেয়ের বিবাহ শাদী দেয়ার জন্যে বা বাড়ি তৈরী করার জন্যে বিলম্ব করা কোন গ্রহণযোগ্য ওজর নয়। শেষ বয়সে হজ্জ করব- এরূপ ধারণাও ভুল। বরং বয়স থাকতে হজ্জ করতে গেলেই হজ্জের ক্রিয়াদি ভালভাবে আদায় করা সহজ হয়। (দেখুনঃ আহকামে যিন্দেগী)

This entry was posted in হজ্জ, হজ্জ কখন ফরজ হয়. Bookmark the permalink.
//