সদকায়ে ফিতর কার কার পক্ষথেকে আদায় করা ওয়াজিব?

সদকায়ে ফিতর নিজের পক্ষ থেকে এবং পিতা হলে নাবালেগ সন্তানদের পক্ষ থেকে দেয়া ওয়াজিব। বালেগ সন্তান, স্ত্রী, স্বামী, চাকর-চাকরাণী, মাতা-পিতা, প্রমুখের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব নয়। তবে যৌথ পরিবার হলে বালেগ সন্তান মাতা-পিতার পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে ফিতরা দেয়া মুস্তাহাব। (দেখুনঃ ফাতওয়ায়ে তাতার খানিয়া)

This entry was posted in রোজা, সদকায়ে ফিতর/ ফিতরা. Bookmark the permalink.
//