রাস্তায় চলার সুন্নাত ও আদব সমূহ

 রাস্তার ডান দিক দিয়ে চলবে।
 দৃষ্টি নত করে চলবে।
 কিছুটা সম্মুখপানে ঝুঁকে চলবে। কেননা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলার সময় কিছুটা সম্মুখ পানে ঝুঁকে চলতেন। দেখলে মনে হতো যেনো তিনি ওপর থেকে নিচের দিকে অবতরণ করছেন।
 হাত পা ছুড়ে ছুড়ে অহংকার করে চলবে না। রাস্তা অতিক্রম করার সময় যথাসম্ভব দ্রুত চলবে।
 রাস্তায় কষ্টদায়ক কিছু পেলে তা সরিয়ে দিবে।
 মুসলমানের সাথে সাক্ষাত হলে সালাম দিবে এবং সালামের উত্তর দিবে।
 রাস্তায় চলার সময় সম্ভব হলে লাঠি হাতে রাখা সুন্নাত।
 ওপর দিকে উঠার সময় ডান পা আগে বাড়ানো এবং ‘আল্লাহুআকবার বলবে, নিচের দিকে নামার সময় বাম পা আগে বাড়ানো এবং ‘সুবহানাল্লাহ’ বলবে, সমতল স্থান দিয়ে চলার সময় ‘লা-ইলাহা ইল্লাল্লাহু’ বলা সুন্নাত।
 বয়স্ক ও সম্মানিত ব্যক্তিদেরকে সামনে চলার জন্য অগ্রাধিকার দিবে।

This entry was posted in সুন্নতে নববী. Bookmark the permalink.
//