মুমূর্ষ অবস্থায়/মৃত্যু কালে নিজের সম্পদ মসজিদ, মাদ্রাসায় ওছিয়ত করার বিধান কি?

পরিত্যক্ত সম্পত্তির এক তৃতীয়াংশের মধ্যে মাদ্রাসা, মসজিদ, গরীব আতœীয়-স্বজন ইত্যাদির জন্য ওসিয়ত করে যাওয়া মুস্তাহাব। যদি তার ওয়ারিসগন এমনিতেই সম্পদশালী হয়ে থাকে বা এমন হয় যে, তা পরিত্যক্ত সম্পত্তির মাধ্যমে তারা অনেক ধববান হয়ে যাবে- এরূপ ক্ষেত্রেই এরকম ওসিয়ত করে যাওয়া মুস্তাহাব। অন্যথায় এরকম ওসিয়ত না করাই উত্তম। (দেখুনঃ আহকামে মাইয়্যেত)

This entry was posted in জানাযা, মুমুর্ষ অবস্থায় করনীয়. Bookmark the permalink.
//