মহিলাদের জন্য হজ্জের সফরে মাহরাম থাকা জরুরী কি না?

মহিলাদের জন্য হজ্জ ফরজ হওয়ার জন্য শর্ত হল, তার সাথে যাওয়ার মত মাহরামের ব্যবস্থা হওয়া। যদি তার সাথে যাওয়ার মত কোন মাহরামের ব্যবস্থা না হয় তাহলে মহিলার নিজ খরচে হলেও মাহরামের ব্যবস্থা করতে হবে। অন্যথায় তার উপর হজ্জ ফরজ নয়। (দেখুনঃ আদ্দুররুল মুখতার)

This entry was posted in হজ্জ, হজ্জ কখন ফরজ হয়. Bookmark the permalink.
//