ফরজ নামাযের প্রথম রাকাতে বা দ্বিতীয় রাকআতে সূরা মিলানো ভুলে গেলে কি করবে ?

ফরজ নামাযের প্রথম রাকআতে বা দ্বিতীয় রাকআতে সূরা মিলানো ভুলে গেলে শেষের রাকআতে সূরা মিলিয়ে নিবে ও নামায শেষে সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা দিলে নামায সহীহ হয়ে যাবে। (দেখুনঃ ফাতওয়ায়ে হিন্দিয়া)

This entry was posted in নামায, সাহু সিজদা. Bookmark the permalink.
//