প্রশ্নঃ হাসি-ঠাট্রা করে কাউকে বিয়ের প্রস্তাব দিলে আর অপরপক্ষ স্বাক্ষীদের সামনে তা গ্রহণ করে নিলে বিবাহ হবে কি না?

উত্তরঃ হাসি-ঠাট্রা করে কাউকে বিবাহরে প্রস্তাব দিলে, অতঃপর স্বাক্ষীদের সামনে সে তা গ্রহণ করে নিলে বিবাহ সম্পর্ণ হয়ে যাবে। হাদীস শরীফে আছে, তিনটি জিনিস হাসি-ঠাট্রার মধ্যেও সংগঠিত হয়ে যয়।। তার মধ্যে বিবাহও একটি। (দেখুনঃ মেশকাত শরীফ, রদ্দুল মুহতার)

This entry was posted in বিবাহ, বিবাহের প্রস্তাব, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//