প্রশ্নঃ স্বামীর উপর স্ত্রীর কি কি অধিকার রয়েছে?

উত্তরঃ স্বামীর উপর স্ত্রীর কতিপয় হক ওয়াজিব হিসেবে অর্পিত হয়। যেমন- স্ত্রীর খাদ্য, বস্ত্র ও আলাদা বাসস্থান ইত্যাদির ব্যবস্থা করা, প্রতি চার মাসে অন্ততঃপক্ষে একবার তার যৌন চাহিদা পূর্ণ করা, স্ত্রীকে দ্বীন শিক্ষা দেয়া, তার অসাবধানতা ও বুদ্ধিমত্তার অভাবে কোন ভুল-ত্রুটি হয়ে গেলে ধৈর্য-ধারণ করা। কখনো শাসন ও সংশোধনের প্রয়োজন হলে সেক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা ইত্যাদি বিষয়গুলো স্বমীর উপর ওয়াজিব। (দেখুনঃ হুকুকে মুয়াশারাত)

This entry was posted in মানবাধিকার, সামাজিক, স্ত্রীর অধিকার. Bookmark the permalink.
//