প্রশ্নঃ সালামের জন্য ইশারা করা যাবে কি না?

উত্তরঃ সালামের সময় হাত দিয়ে ইশারা করবে না বা হাত কপালে ঠেকাবে না কিংবা মাথা ঝুঁকাবে না। তবে দূরবর্তী লোককে সালাম করলে-যার পর্যন্ত আওয়াজ না পৌঁছার সম্ভাবনা রয়েছে- সেরূপ ক্ষেত্রে মুখে জাওয়াব দিয়ে শুধু বোঝানোর জন্য হাত দিয়ে ইশারা করা যেতে পারে। (দেখুনঃ ইসলামী তাহযীব)

This entry was posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, সামাজিক, সালামের বিধান. Bookmark the permalink.
//