প্রশ্নঃ সমঝতা কত প্রকার? প্রত্যেক প্রকার বৈধ কি না?

উত্তরঃ আপস/সমঝতা তিন প্রকার। এক. বিপক্ষের দাবি স্বীকার করে নিয়ে আপস করা, দুই. নীরবতা অবলম্বন পূর্বক অর্থাৎ- বিবাদী স্বীকার বা প্রতিবাদ কিছুই না করে আপস করা, তিন. দাবি অস্বীকার পূর্বক আপস করা।স এ সবক’টি ধারাই জায়েয। (দেখুনঃ কুদুরী)

This entry was posted in লেনদেন বিষয়াদী, সমঝতা করা. Bookmark the permalink.
//