প্রশ্নঃ সন্তানের নামের ক্ষেত্রে পিতা-মাতার উপর কি দায়িত্ব?

উত্তরঃ সন্তানের ভাল নাম রাখা পিতা-মাতার দায়িত্ব এবং এটা সন্তানের অধিকার। এর দ্বারা বরকত হাসিল হবে। আর নামের ক্ষেত্রে ভাল ও অর্থপূর্ণ নাম রাখা উচিত। আম্বিয়া, সাহাবা, ওলী-আউলিয়া এবং বুযুর্গদের নামের অনুরূপ নাম রাখা উত্তম। (দেখুনঃ ফাতাওয়ায়ে আলমগীরী)

This entry was posted in মানবাধিকার, সন্তানের অধিকার. Bookmark the permalink.
//