প্রশ্নঃ সদ্ব্যবহার এর গুরুত্ব কি?

উত্তরঃ ইসলাম আপন-পর, ছোট-বড় মুসলমান-অমুসলমান নির্বিশেষে সকলের সাথে, এমনকি অবলা প্রাণীর সাথেও সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছে। কারও সাথে সদ্ব্যবহার করার অর্থ হল, তার সাথে যা করণীয় তা করা এবং তার হক বা অধিকার আদায় করা। তাই মাতা-পিতার অধিকার থেকে শুরু করে জীব-জন্তুর অধিকার পর্যন্ত সব কিছু রক্ষা ও আদায় করা এই সদ্ব্যবহারের অন্তর্ভুক্ত। মনকে সকলের অধিকার আদায়ের জন্য সচেতন করে তুললেই সদ্ব্যবহারের গুণ অর্জিত হবে।

(দেখুনঃ বেহেশতী যেওর, আহকামে যিন্দেগী)

This entry was posted in কয়েকটি উত্তম চরিত্র. Bookmark the permalink.
//