প্রশ্নঃ শ্রমিকের মাধ্যমে মালিকের কোন ক্ষতি হলে সে শ্রমিক থেকে ক্ষতিপূরণ নিতে পারবে কি না?

উত্তরঃ শ্রমিকের দ্বারা ওজরবশতঃ অথবা ঘটনাক্রমে অনিচ্ছায় তার ব্যবহারে বা চার্জে দেয়া মেশিন যন্ত্রাংশ বা কোন আসবাবপত্রের ক্ষতি সাধন হলে মালিক তার থেকে কোন ক্ষতিপূরণ নিতে পারবে না। কিন্তু যদি সে স্বেচ্ছায় তার ক্ষতি সাধন করে, যেমন মেশিন সোজা না চালিয়ে বিপরীত দিকে চালায় অথবা তার ঠান্ডা গরম তারতম্য না করে তা চালায় আর ক্ষতি হয়ে যায় অথবা ম্যাচের কাঠি ধারাতে গিয়ে মেশিনে আগুন লেগে গেল কিংবা গ্লাস, বরতন বা এ জাতীয় আসবাব পত্র এমন স্থানে রাখল, যেখানে ছেলে মেয়ে বা বিড়া
ল পৌছতে পারে, ফলে তা ভেঙ্গে গেল, এরূপ হলে মালিক তার থেকে ক্ষতিপূরণ নিতে পারে। ঘরের চাকর নওকরের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে। (দেখুনঃ ইসলামী ফিকাহ)

This entry was posted in অর্থনীতি, লেনদেন বিষয়াদী, শ্রমনীতি. Bookmark the permalink.
//