প্রশ্নঃ শ্বশুর বাড়ীর দোষ-ত্রুটি সামনে এলে তা বাপের বাড়ী বলবে কি না?

উত্তরঃ শ্বশুর বাড়ীর কোন দোষ ত্রুটি মা-বাপের কাছে বলবে না বা শ্বশুরালয়ের কারও সম্পর্কে কোন গীবত শেকায়েত বাপের বাড়ীতে করবে না। এ থেকেই ক্রমান্বয়ে উভয় পক্ষের মন খারাপ হয়ে নানা জটিলতার সৃষ্টি হয়ে থাকে। (দেখুনঃ তোহফায়ে জাওয়াইন)

This entry was posted in পরিবার নীতি, শ্বশুর বাড়ীতে বসবাস, সামাজিক. Bookmark the permalink.
//