প্রশ্নঃ শুফআর অধিকারের ভিত্তিতে জমি নেয়ার জন্য মোট কয়টি দাবী করতে হয়?

উত্তরঃ শুফআর অধিকারের ভিত্তিতে জমি ক্রয়ের জন্য মোট তিনটি দাবী করতে হবে। এক. তলবে মুওয়াছাবাত। অর্থাৎ- শুফআর দাবীকৃত সম্পত্তি বিক্রয়ের সংবাদ শুনামাত্র ‘শফী’ শুফআর দাবী উত্থাপন করা। সুতরাং শফীর নিকট বিক্রয়ের সংবাদ পৌছামাত্র শুফআর দাবী না করলে তার শুফআর অধিকার বাতিল হয়ে যাবে। দুই. প্রথমোক্ত দাবীর পক্ষে স্বাক্ষী রাখবে। তা জমির কাছে বা বিক্রেতার কাছে যদি সে জমিটি বুঝিয়ে না দিয়ে থাকে অথবা ক্রেতার। তিন. মুকাদ্দমা দায়ের করে জমি বুঝে নেয়ার দাবী। (দেখুনঃ হেদায়া)

This entry was posted in অর্থনীতি, লেনদেন বিষয়াদী, হক্কে শুফআ. Bookmark the permalink.
//