প্রশ্নঃ শিশুর মানসিক পরিচর্যা বিষয়ক বিধান কি?

উত্তরঃ শিশুর মানসিক পরিচর্যার কয়েকটি বিধান হল, শিশু কিশোরদের সামনে বা তাদের সাথে কথাবার্তা ও আচার-আচরণ এমন হওয়া উচিত যাতে তাদের মনে খারাপ প্রতিক্রিয়া না হয় বরং ভাল প্রতিক্রিয়া হয়। অবুঝ শিশুর জাগ্রত থাকা অবস্থায় তার সামনেও মাতা-পিতা অশ্লীল কথা-বার্তা ও যৌন আচরণে লিপ্ত হবে না। সেরূপ করলে শিশুর মধ্যে নিলজ্জতা সৃষ্টি হতে পারে, শিশুর সাথে অনাদর-অবহেলার আচরণ করবে না, তাহলে তাদের মন নিষ্ঠুর ও বিকাগ্রস্থ হয়ে যেতে পারে, শিশুকে আদর সোহাগ করতে হবে পরিমিত। মাত্রাহীন আদর সোহাগ করলে তারা লাগামহীন হয়ে যেতে পারে, শিশুদেরকে বাঘের ভয়, শিয়ালের ভয়, ভূতের  ভয় ইত্যাদি দেখাবে না, তাহলে তারা ভীরু প্রকৃতির হয়ে যেতে পারে ইত্যাদি। (দেখুনঃ বেহেশতি জিওর, আহকামে জিন্দেগী)

This entry was posted in পরিবার নীতি, সন্তান পালন, সামাজিক. Bookmark the permalink.
//