প্রশ্নঃ শিশুর দ্বারা কাজ করনো?

উত্তরঃ বাচ্চাদের পড়াশুনার সাথে সাথে নিজের কাজ হাতে করার অভ্যাস করাবে , যেন পঙ্গু স্বভাবের না হয়ে যায়। তাদের বলে দিবে, যেন রাতের বেলা নিজ হাতে বিছানা ভাজ করে রাখে। কাপড়-চোপড় সে নিজ দায়িত্বে গুছিয়ে রাখে। ছেঁড়া-ফাটা কাপড় যেন নিজ হাতে সেলাই করে। নিজের সামান-পত্রের প্রতি যেন যতœবান হয়ে উঠে সে দিকে সতর্ক নজর রাখবে । মেয়েদেরকে খানা পাকানো, কাপড় সেলাই করা, কাপড় রং করা, কাপড় বোন ইত্যাদি ঘরোয়া কাজের প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করবে, যেন এগুলো তারা দেখতে দেখতেই শিখে ফেলে। আর বাচ্চারা কোন সুন্দর কাজ করলে তাতে  খুব উৎসাহ দিবে। তাকে উপহার দিবে।। যেন তার মনটা বড় হয়ে উঠে ইত্যাদি। (দেখুনঃ বেহশতি জিওর)

This entry was posted in পরিবার নীতি, সন্তান পালন, সামাজিক. Bookmark the permalink.
//