প্রশ্নঃ শর্তযুক্ত তালাক একবার পড়ার পর যদি পুনরায় ঐ শর্ত পাওয়া যায় তাহলে আবার তালাক পড়বে কি না।

উত্তরঃ স্বীয় স্ত্রীকে বলেছিল, যদি এই ঘরে যাও, তাহলে তোমাকে তালাক। সেও সেই ঘরে গেল। তালাক পড়ে গেল। অতঃপর ইদ্দত শেষ হওয়ার আগে আগেই সে তার স্ত্রীকে গ্রহণ করে নিল অথবা দ্বিতীয়বার বিয়ে করে নিল। এখন যদি স্ত্রী আবার সেই ঘরে যায়, তাহলে আর তালাক পড়বে না।
কিন্তু যদি এভাবে বলে থাকে, যে তুমি যতবার এই ঘরে যাবে ততবার তোমাকে তালাক তাহলে ইদ্দতের ভেতর তাকে পুনরায় গ্রহণ বা বিয়ে করার পর যদি আবার সেই ঘরে যায়, তাহলে আবার তালাক পড়ে যাবে । এবং এটা হবে তিন তালাক। এখন আর তাকে বিয়ে করেও রাখতে পারবে না।।হ্যাঁ, এখন দ্বিতীয় স্বামীর ঘর করে আসার পর যদি সে আবার তাকে বিয়ে করে তাহলে ঐ ঘরে যাওয়ার পর আর তালাক হবে না। (দেখুনঃ শরহে বেকায়া)

This entry was posted in তালাক, লেনদেন বিষয়াদী, শর্তসাপেক্ষে তালাক. Bookmark the permalink.
//