প্রশ্নঃ রাষ্ট্র প্রধানের আরো কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব কি উল্লেখ করুণ?

উত্তরঃ রাষ্ট্র প্রধানের আরো কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব হল, শরীয়াত নির্ধারিত হুদুদ বা শাস্তির বিধানাবলী যথাযথভাবে প্রয়োগ করা। জেহাদের নীতি অনুসারে জিহাদ পরিচালনা করা। বায়তুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা নির্ধারণ করা এবং যথাযথ ভাবে (প্রয়োজনের চেয়ে কমও নয় বেশীও নয়) নির্দিষ্ট সময়ে তা পরিশোধ করা। দ্বীনদার, আমানতদার, যোগ্য ও নির্ভরযোগ্য লোকদেরকে মন্ত্রী, গভর্ণর প্রতিনিধি ইত্যাদি দায়িত্বশীল পদে নিযুক্ত করা। নিজে সমস্ত রাজ্যের সবকিছুর তত্ত্বাবধান করা এবং খোঁজ খবর রাখা। (দেখুনঃ আল আহকামুস্ সুলতানিয়া)

This entry was posted in রাজনীতি/ রাষ্টনীতি, রাষ্ট্র প্রধানের দায়িত্ব, সামাজিক. Bookmark the permalink.
//