প্রশ্নঃ যে সব প্রতিষ্ঠানে অবৈধ কাজকর্ম হয় সেখানে চাকুরী করা বৈধ কি না?

উত্তরঃ যে সব প্রতিষ্ঠানে অবৈধ কাজকর্ম হয় সেখানে চাকুরী করা বৈধ নয় এবং সেখান থেকে অর্জিত বেতন/ভাতাও হালাল নয়। যেমন, সিনেমা-বাইস্কোপ, পূর্ণ সুদ ভিত্তিক ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ইত্যাদি। তবে ফোকাহায়ে কেরাম বলেছেন, যার হালাল উপায়ে জীবিকা নির্বাহের কোনই উপায় নেই সে যথা সম্ভব সর্বাতœক হালাল উপার্যনের চেষ্টা চালিয়ে যাবে। আর এই অনন্যোপায় অবস্থায় বিকল্প হালাল ব্যবস্থা না হওয়া পর্যন্ত তার জন্য ব্যাংক বীমা ইত্যাদি প্রতিষ্ঠানে চাকুরী করা এবং সেখান থেকে বেতন/ভাতা গ্রহণ করা জায়েয হবে। (দেখুনঃ আহসানুল ফাতাওয়া, ফাতাওয়ায়ে রাহীমীয়া, জাদীদ ফিকহী মাসায়িল, আহকামে, জিন্দেগী)

This entry was posted in অর্থনীতি, চাকুরী, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//