প্রশ্নঃ যে মাছ মরে চিৎ হয়ে ভেসে উঠে তা খাওয়া জায়েয আছে কি না?

উত্তরঃ যে মাছ আপনা আপনি মরে চিৎ হয়ে ভেসে ওঠে তা খাওয়া জয়েয নয়। তবে গরমের কারণে, আঘাতের কারণে, চাপাচাপির কারণে, ঔষধ দেয়ার কারণে বা কিছু খাওয়ার কারণে যদি মরে ভেসে ওঠে , তবুও তা খাওয়া জায়েয। কিংবা স্বাভাবিকতাবে মরে ভেসে উঠেছে কিন্তু চিৎ হয়নি বরং পিঠ এখনও উপরের দিকে রয়েছে তাহলেও খাওয়া জায়েয। (দেখুনঃ রদ্দুল মুহতার)

This entry was posted in পরিবার নীতি, মাছ ও পানির অন্যান্য প্রাণী, সামাজিক. Bookmark the permalink.
//