প্রশ্নঃ যথাযথ ঘোষণা ও তালাশ করার পরও যদি পাওয়া বস্তুর মলিককে না পাওয়া যায় তাহলে কি করবে?

উত্তরঃ কোথাও কোন পড়ে পাওয়া টাকা/পয়সা বা জিনিস উঠানোর পর ঐ পরিমাণ টাকা/পয়সা বা বস্তুর জন্য মালিকের যতদিন বা যতক্ষণ তালাশ করার সম্ভাবনা থাকে ততদিন বা ততক্ষণ পর্যন্ত সাধ্য অনুসারে লোক সমাগমের স্থলে ঘোষণা দিতে থাকবে। মালিককে পাওয়া গেলে বা তার ওয়ারিশদেরকে পাওয়া গেলে এবং মালের পরিচয় বলতে পারলে তৎক্ষণাৎ দিয়ে দিবে। আর মালিককে না পাওয়া গেলে এবং পাওয়ার কোন আশা না থাকলে ঐ টাকা/পয়সা বা বস্তু কোন গরীব দুঃখীকে দান করে দিবে। তবে সে নিজে গরীব হলে নিজেও তা ব্যবহার ও ভোগ করতে পারবে। কিন্তু গরীবকে দেয়ার পর বা নিজের গরীব হওয়ার কারণে নিজেই ব্যবহার করার পর যদি মালিক এসে দাবী করে তাহলে মালিক সেই টাকা/পয়সা বা সস্তুর মূল্য ফেরত নিতে পরবে। অবশ্য সে যদি দাবী পরিত্যাগ করে তাহলে দান/খয়রাতের ছওয়াব সে-ই পাবে। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

This entry was posted in অর্থনীতি, পাওয়া বস্তু, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//