প্রশ্নঃ মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে কয়টি অধিকার সম্পৃক্ত হয়?

উত্তরঃ মৃত ব্যক্তির পরিত্যাক্ত সম্পদের সাথে ধারাবহিকভাবে চারটি হক/অধিকার সম্পর্কিত হয়। প্রথমত ঃ অপব্যয় ও কার্পণ্য ব্যতীত মধ্যপন্থায় তার কাফন ও দাফন কার্য সম্পাদন করা হবে। দ্বিতীয়ত ঃ তার অবশিষ্ট সমুদয় সম্পদ হতে তার ঋণসমূহ পরিশোধ করা হবে। তৃতীয়ত ঃ ঋণ পরিশোধের পর অবশিষ্ট সম্পদের এক-তৃতীয়াংশ হতে তার অসিয়ত পূরণ করা হবে যদি সে ওসিয়ত করে থাকে। চতুর্থ ঃ তার অবশিষ্ট সম্পদকে তার ওয়ারিশগণের মধ্যে কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ইজমায়ে উম্মতের সিদ্ধান্ত মোতাবেক বণ্টন করা হবে। (দেখুনঃ আস্-সিরাজী)

This entry was posted in উত্তরাধিকার সম্পদ, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//