প্রশ্নঃ মহর পরিশোধ করা কি? মহর পরিশোধ না করলে তা ঋণ হিসেবে হবে কি না? মহর আদায় না করা অবস্থায় স্ত্রী মারা গেলে তা কিভাবে আদায় করবে?

উত্তরঃ মহর পরিশোধ করা ওয়াজিব। তাই নাম শোহরতের জন্য সাধ্যের অতিরিক্ত মহর ধায্য করা অপছন্দনীয়। স্ত্রীর মহর আদায় না করলে তা ঋণের মধ্যে গণ্য হবে। এমনকি মহর আদায় না করা অবস্থায় স্ত্রী মারা গেলে তা স্ত্রীর পরিত্যক্ত সম্পদ হিসেবে গণ্য হবে। ঐ মহিলার ওয়ারিশগণ উক্ত টাকা মিরাস হিসেবে বন্টন করে নিবে। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী, ইমদাদুল ফাতওয়া, ইমদাদুল আহকাম)

This entry was posted in বিবাহ, মহর, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//