প্রশ্নঃ ভোট প্রদান সম্পর্কে শরীয়াতের গুরুত্বপূর্ণ বিধানটি কি?

উত্তরঃ ভোট প্রদান সম্পর্কে গুরুত্বপূর্ণ বিধান হল, যদি ইসলামের দাবী এবং জনগণের ন্যায্য দাবী পেশ করার বিশ্বস্ত, যোগ্য একজন মাত্র লোক থাকেন এবং তিনি কোন অনৈসলামিক দলভুক্ত না হন, তাহলে তাকে প্রতিনিধিত্বের পদে বরণ করে নেয়ার জন্য ভোট দেয়া ওয়াজিব। যদি অনুরূপ একাধিক ব্যক্তি পাওয়া যায়, তাহলে যিনি অধিক ইসলাম দরদী, অধিক গরিব দরদী হবেন তাকে সমর্থন করা মুস্তাহব। আত্মীয়তার খাতিরে বা দলপুষ্টির খাতিরে বা দেশী খেশী হওয়ার খাতিরে অযোগ্য, অসৎ বা দুর্নীতি পরায়ণ বা ধর্মদ্রোহীকে প্রতিনিধিত্বের পদের জন্য ভোট দেয়া মহাপাপ-হারাম। (দেখুনঃ ভোটারের দায়িত্ব ও ভোট সম্পর্কে শরীয়তের নির্দেশ))

This entry was posted in বিবিধ বিষয়, রাজনীতি/ রাষ্টনীতি, সামাজিক. Bookmark the permalink.
//