প্রশ্নঃ বুখল বা কৃপনতা কাকে বলে ও তা থেকে পরিত্রানের সহজ উপায় কি?

উত্তরঃ শরীয়াতের আলোকে যেখানে ব্যয় করা জরুরী বা মানবিক কারণে যেখানে ব্যয় করা জরুরী, সেখানে ব্যয় করতে সংকীর্ণতা করাকে বলা হয় বুখø বা কর্পণ্য। প্রথম স্থানে ব্যয় না করা গুনাহ আর শেষোক্ত স্থানে ব্যয় না করা গুনাহ নয় তবে খেলাফে আওলা বা অনুত্তম।এই কৃপণতা এত খারাপ জিনিস যে, এর কারণে অনেক ফরয ওয়াজিব পর্যন্ত আদায় হয় না। যেমন- যাকাত দেয়া, কুরবানী করা, অভাবীকে সাহায্য করা, গরীব আত্মীয়-স্বজনের উপকার করা ইত্যাদি আদায় না হওয়া। এগুলো হল দ্বীনী ক্ষতি। আর কৃপণকে সকলে ঘৃণার দৃষ্টিতে দেখে এটা হল পার্থিব একটা বড় ক্ষতি।

কৃপণতা থেকে মুক্তির উপায় ঃ

১.  প্রথমে অন্তরটাকে সম্পদের আবর্জনামুক্ত করে তুলতে হবে। পার্থিব ভালবাসার সকল ক্লেদাক্ততা ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করতে হবে। সম্পদের প্রতি মোহ না থাকলে কার্পণ্য থাকবে না। সর্বপরি দুনিয়ার মহব্বত ও মালের মহব্বত অন্তর থেকে বের করতে হবে।

২.  নিজের প্রয়োজনের অতিরিক্ত যেকোন জিনিস নিজের মনের উপর চাপ সৃষ্টি করে হলেও অন্য কাউকে দিয়ে দিবে। কৃপণতা দূর না হওয়া পর্যন্ত এরূপ করতে থাকা।

(দেখুনঃ আহকামে যিন্দেগী)

This entry was posted in কয়েকটি মনের রোগ ও তা থেকে পরিত্রাণের উপায়. Bookmark the permalink.
//