প্রশ্নঃ বিবাহে সমতা বলতে কি বুঝায়? সমতা রক্ষা করা কেন দরকার?

উত্তরঃ বিবাহের ক্ষেত্রে কুফু/সমান-সমান হওয়া এর অর্থ হলো, বংশকুল, জাতিকুল, জাতিধর্ম, বয়স, রূপ ইত্যাদিতে স্বামী-স্ত্রীর বরাবর হওয়া।  আর সমতার বিবেচনা এজন্য করা হয় যে, যাতে অভিভাবকদের বিবাহ বিলুপ্তির অধিকার খর্ব হয়ে বিবাহ অবধারিত হয়ে যায়। কেননা বিবাহে অসমতা হলে অভিভাবকদের বিবাহ বিলুপ্তির অধিকার থাকে। (দেখুনঃ আশরাফুল হিদায়া)

This entry was posted in বিবাহ, বিবাহে সমতা, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//

One Response to প্রশ্নঃ বিবাহে সমতা বলতে কি বুঝায়? সমতা রক্ষা করা কেন দরকার?

  1. kibria says:

    আপনার অনেক বিদ্যান ব্যক্তি তো আমরা যাতে কোন কিছু বুঝতে না পারি সেই রকম করেই আপনারা লেখেন, একথা কি কোন বাক্যের পর্যায়ে পরে কিনা বলুন.. “কেননা বিবাহে অসমতা হলে অভিভাবকদের বিবাহ বিলুপ্তির অধিকার থাকে”। টুপি দাড়ি ওয়ালারা যতোই শিক্ষিত হোক ভাষা জ্ঞান এদের আমৃত্যও হয় না।

Comments are closed.