প্রশ্নঃ বিচারকের জন্য বাদী/বিবাদী থেকে বা অধীনস্ত আমলাদের থেকে কোন হাদীয়া তোহ্ফা গ্রহণ করা বৈধ কি না?

উত্তরঃ বিচারকের জন্য বাদী/বিবাদী থেকে বা অধীনস্ত আমলাদের থেকে কোন হাদিয়া-তোহফা গ্রহণ করা বৈধ নয়। এমনকি সংশ্লিষ্ট মোকাদ্দমা নিস্পত্তি হওয়ার পূর্বে বাদী/বিবাদীর দাওয়াত গ্রহণ থেকেও বিচারককে বিরত থকতে হবে। (দেখুনঃ হিদায়া)

This entry was posted in মামলা-মোকাদ্দমা, সাক্ষ, বিচার, জামিন, বিচারক, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//