প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশে প্রচলিত ইসলামী ব্যাংকে টাকা জমা রেখে তা থেকে মুনাফা গ্রহণ করা বৈধ হবে কি-না?

উত্তরঃ শরীয়াত মুতাবিক লেন-দেনের নামে যেসব ব্যাংক আমাদের দেশে কাজ করে যাচ্ছে, সেগুলোর অধিকাংশই সুদের সাথে জড়িত। তবে কোন ব্যাংক সুদী কারবারের সাথে কিছুটা কম জড়িত। আর কোন ব্যাংক কিছুটা বেশী জড়িত। আর কোন কোনটা সম্পূর্ণ সুদভিত্তিক। সম্পূর্ণ সুদমুক্ত কোন ব্যাাংক বাংলাদেশে আছে বলে আমাদের জানা নেই। মুযারাবা, মুরাবাহা ইত্যাদি যে সমস্ত লেন-দেন শরীয়াতে বৈধ, তার প্রত্যেকটির বৈধতার জন্য বেশ কতগুলো শর্ত আাছে। ইসলামের নামে যারা ব্যাংক পরিচালনা করছেন, তারা সকল ক্ষেত্রে সব শর্তগুলো রক্ষা করছেন না। যদিও তারা প্রচার পত্রে সহীহ মাসআলা প্রচার করছেন। সুতরাং, তাদের অর্জিত মুনাফাকে পূর্ণ হালাল বলা যায় না। এসব ব্যাংকের কারণে অনেক লোক অনিচ্ছাকৃতভাবে সুদের সাথে জড়িত হচ্ছে। (দেখুনঃ ফাতাওয়ায়ে রাহমানিয়া)

This entry was posted in অর্থনীতি, মুদ্রা, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//