প্রশ্নঃ বংশগতভাবে সমতার অর্থ কি?

উত্তরঃ বংশগতভাবে সমতার অর্থ হল, শেখ, সায়্যিদ, আনসারী, আলবী তারা সকলে একই শ্রেণীভুক্ত। অবশ্য যদিও সায়্যিদের মর্যাদা সবার উর্ধ্বে তবুও সায়্যিদের মেয়েদের বিয়ে শেখ বা আনসারী বংশের সাথে হলে সেটাকেও কুফু-ই বলা হবে। বলা হবে, সমান সমান ধরে বিয়ে হয়েছে। মোগল ও পাঠান ইত্যকার সকল অনারব বংশকে একই শ্রেণীর মনে করা হয়। কারণ, তারা সকলেই আযমী। তবে আরবী বা আজমী সমান হতে পারে না। সুতরাং কোন সায়্যিদ বা শেখের মেয়ের বিয়ে যদি কোন পাঠান বা মোগলের সাথে হয় তাহলে কুফু হয়নি বলতে হবে। বলতে হবে নিচু জায়গায় বিয়ে হয়েছে। (দেখুনঃ বেহেশতী যেওর)

This entry was posted in বিবাহ, বিবাহে সমতা, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//