প্রশ্নঃ পুঁজি কম হওয়া সত্ত্বেও কাউকে তার ভিন্ন যোগ্যতার কারণে মুনাফায় বেশী দেয়া যাবে কি না?

উত্তরঃ মুনাফার সম্পর্ক কেবল পুঁজির সাথে নয় বরং শ্রম, সাধনা, কৌশলগত যোগ্যতা, বুদ্ধির প্রখরতা প্রভূতির প্রভাব  রয়েছে মুনাফার ক্ষেত্রে। তই কারও মধ্যে এসব গুণাবলী অধিক থাকার কারণে তার পুাঁজি কম হওয়া সত্ত্বেও তাকে মুনাফার হার অধিক দেয়া যেতে পারে। তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতেই তা নির্ধারিত হতে হবে। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

This entry was posted in অর্থনীতি, মুশারাকা (অংশীদারী যৌথ কারবার), লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//