প্রশ্নঃ পিতা-মাতাকে কষ্ট দেয়া কেমন কাজ?

উত্তরঃ কোনভাবে তাঁদেরকে কষ্ট দেয়া হারাম। মাতা-পিতা অন্যায়ভাবে কষ্ট দিলেও তাঁদেরকে কষ্ট দেয়া যাবে না। এমনকি মৃত্যুর পরও তাঁদেরকে কষ্ট দেয়া নিষেধ, এ জন্যেই তাঁদের মৃত্যুর পর চিৎকার করে কাঁদা নিষেধ। কারণ তাতে তাঁদের রূহের কষ্ট হয়। (দেখুনঃ হুকুকুল ইবাদ)

This entry was posted in মাতা-পিতার অধিকার, মানবাধিকার, সামাজিক. Bookmark the permalink.
//