প্রশ্নঃ নারীদের বাইরে বের হওয়ার সময় মোজা ও দাস্তানা (হাত মোজা) পরার হুকুম কি?

উত্তরঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে মেয়েরা লম্বা ঝুলওয়ালা জামা পরিধান করতেন, এর উদ্দেশ্য ছিল পায়ের পাতা আবৃত রাখা। দেখুন : মুসনাদে আহমদ, হাদীস : ৫৬৩৭, ৯৩৮৪, ২৪৪৬৯, ২৬৫৩২, ২৬৫৫৪, ২৬৬৩৬
এক হাদীসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরুষদের সম্পর্কে বললেন, যারা অহঙ্কার বশত মাটিতে কাপড় টেনে টেনে চলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে দৃষ্টিপাত করবেন না। তখন উম্মুল মুমিনীন উম্মে সালামা রা. মেয়েদের কাপড়ের ঝুল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেয়েদের ঝুল এক বিঘত লম্বা হতে পারবে। উম্মুল মুমিনীন আরজ করলেন, এতে তো (চলাফেরার সময়) পায়ের পাতা বের হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এক হাত ঝুলিয়ে দিবে। এর বেশি নয়।-মুসান্নাফ আবদুর রাযযাক, হাদীস : ১৯৯৮৪; জামে তিরমিযী, হাদীস : ১৮৩১; সুনানে নাসায়ী ৮/২০৯
আলিমগণ বলেছেন, কাপড়ের ঝুল দীর্ঘ রাখার উদ্দেশ্য মোজা দ্বারা পূরণ হয়।
এজন্য মোজা ব্যবহার করলে ঝুল দীর্ঘ রাখার প্রয়োজন নেই। (দেখুন : আলইসতিযাকার ৭/৩১৫; জামউল ওসাইল শরহুশ শামাইল মোল্লা আলী কারী ১/১৭৪)
পর্দানশীন নারীদের উচিত বাইরে বের হওয়ার সময় মোজা ও দাস্তানা ব্যবহার করা।]

This entry was posted in মুখ ঢাকা. Bookmark the permalink.
//