প্রশ্নঃ দ্রব্য ও তার মূল্য পরিশোধের বিভিন্ন ব্যয়ভার কে বহন করবে?

উত্তরঃ দাম পরিশোধ সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার ক্রেতাকে বহন করতে হবে যেমন মানিঅর্ডার খরচ, পে অর্ডার ও পোস্টাল অর্ডার খরচ, বিকাশ খরচ, কুরিয়ার সার্ভিসের খরচ ইত্যাদি। এভাবে ক্রয়-বিক্রয়ের লেখা পড়া সংক্রান্ত খরচ যেমন জমির দলিল রেজিষ্ট্রি ব্যয় ইত্যাদি ক্রেতাকে বহন করতে হবে। আর ক্রেতাকে পণ্য বুঝিয়ে দিতে যে সব খরচ হয়ে থাকে সে সব খরচ বিক্রেতাকে বহন করতে হবে। যেমন মাপ বা ওযন করার ব্যয়, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র না থাকলে সেগুলো সংগ্রহের ব্যয় ইত্যাদি। (দেখুনঃ হিদায়া)

This entry was posted in অর্থনীতি, ব্যবসা-বানিজ্য, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//