প্রশ্নঃ দুই দেশের মুদ্রা যেমন- টাকার বিনিময়ে ডলার , রিয়াল, পাউন্ড ইত্যাদি ক্ষেত্রে যে কম-বেশিতে লেনদেন হয়, তা কি সুদ হিসেবে গণ্য হবে?

উত্তরঃ দুই দেশের ভিন্ন ধরনের মুদ্রার বিনিময়, অর্থাৎ- টাকার বিনিময়ে ডলার, রিয়াল, পাউন্ড বা অন্যান্য প্রচলিত মুদ্রার লেনদেন কম-বেশি করা সুদের অন্তর্ভুক্ত হবে না। কারণ মুদ্রা হিসাবে সব কটিই সমজাতীয় হলেও আন্তর্জাতিক মুদ্্রা বাজারে একটির সঙ্গে অপরটির মূল্যমানের তারতম্য রয়েছে এবং ভিন্ন ভিন্ন দেশের মুদ্রা হওয়ার কারণে প্রত্যেকটির মধ্যে নামের পার্থক্যসহ যথেষ্ট ব্যবধান রয়েছে। আর এ ব্যাপারে অভিজ্ঞ ওলামায়ে কেরামের অভিমত হল ভিন্ন ভিন্ন দেশের মুদ্রা পারস্পরিক দুই বস্তু হিসেবে গণ্য হবে। আর সে কারণেই এগুলোর মধ্যে পারস্পরিক বিনিময়ে কম-বেশি করে লেনদেন জায়েয হবে। (দেখুনঃ বাদয়েউস সানায়ে, জাদীদ ফিকহী মাসায়েল)

This entry was posted in অর্থনীতি, মুদ্রা, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//