প্রশ্নঃ তাক্ওয়া ও খোদাভীতি কি ও তা অর্জনের পদ্ধতি কি?

উত্তরঃ “তাক্ওয়া” কথাটি দুই অর্থে ব্যবহার হয়। ১. ভয় ২. বিরত থাকা। বস্তুত ভয় আসলেই মানুষ কোন কিছু থেকে বিরত থাকে; তাই ভয় হল বিরত থাকার কারণ আর বিরত থাকা (অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকা হল আসল উদ্দেশ্য। তাক্ওয়া কয়েকটি স্তর রয়েছে। যথা ঃ ক. কুফ্র ও শিরক থেকে বিরত থাকা। খ. হারাম ও গুনাহে কবীরা থেকে বিরত থাকা। গ. গুনাহে ছসীরা থেকে বিরত থাকা। ঘ. যেখানে হালাল না হারাম- এই সন্দেহ থাকে সেখানে থেকে বিরত থাকা। ঙ. অনর্থক কাজ থেকে বিরত থাকা। চ. যে সব মোবাহ কাজ গুনাহের দিকে টেনে নিয়ে যেতে পারে তা থেকে বিরত থাকা।

তাক্ওয়া অর্জনের পন্থা হল ঃ

১.  আল্লাহর আযাব গযবের কথা, পরকালের আযাবের কথা চিন্তা করা এবং স্মরণ করা।

২.  বুযুর্গদের সোহবত গ্রহণ করা।

৩.  ওলী-আউলিয়াদের কষ্ট না দেয়া।

৪.  সঠিক কথা বলা।

(দেখুনঃ আহকামে যিন্দেগী)

This entry was posted in কয়েকটি আত্মিক গুণ ও তা অর্জনের পথ. Bookmark the permalink.
//