প্রশ্নঃ কয় ধরণের ব্যক্তির উপর সর্বসম্মতি ক্রমে নিষেধাজ্ঞা আরোপিত হয়?

উত্তরঃ সর্বসম্মতি ক্রমে তিনটি কারণে নিষেধাজ্ঞা আরোপিত হয়। এক. বয়সের স্বল্পতার দরুন কারো মধ্যে সম্পদ ব্যয়ের যোগ্যতা না থাকা, যেমন- নাবালেগ। দুই. পূর্ণ মস্তিষ্কবিকৃতির দরুন কারো মধ্যে অর্থ-সম্পদ ব্যয়ের ক্ষমতা না থাকা, যেমন- পাগল। তিন. দাসত্ব। (দেখুনঃ কুদুরী)

This entry was posted in লেনদেন বিষয়াদী, সমঝতা করা. Bookmark the permalink.
//