প্রশ্নঃ কোন কিছু ধার আনলে তা অন্যকে ব্যবহারের জন্য দেয়া যাবে কি না?

উত্তরঃ কোন কিছু ধার আনলে যিনি আনবেন তিনিই ব্যবহার করতে পারবেন। অবশ্য পরিস্কার ভাষায় মলিকের অনুমতি থাকলে অন্যকেও ব্যবহার করতে দেয়া যায় বা এমন লোককেও দেয়া যায় যার ব্যাপারে একীন থাকে যে, মালিক নিশ্চয় তার ব্যাপারে অনুমতি দিবেন কিংবা বস্তুটা যদি এমন হয় যা সকলেই সমানভাবে ব্যবহার করে থাকে-কারও ব্যবহারে কোন তারতম্য ঘটে না, তাহলেও অন্যদেরকে ব্যবহার করতে দেয়া যায়। তবে মালিক যদি পরিস্কার ভাষায় অন্য কাউকে ব্যবহার করতে দিতে নিষেধ করে তাহলে অন্য কাউকে ব্যবহার করতে দেয়া কোন অবস্থাতেই দুরস্ত হবে না। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

This entry was posted in অর্থনীতি, ধার দেয়া, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//