প্রশ্নঃ কুরআনে কারীম তিলাওয়াতের শুরুতে “আউযুবিল্লাহ” ও “বিসমিল্লাহ” পড়ার হুকুম কি?

উত্তরঃ কুরআনুল কারীম তিলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম বিসমিল্লাহির রহ্মানির রাহীম বলা ওয়াজিব। তিলাওয়াতের মধ্যে কোন নতুন সূরা আসলে তার শুরতে বিস্মিল্লাহ বলবে, সূরা তাওবা ব্যতীত, তবে তওবা থেকেই তিলাওয়াত শুরু করলে তখন বিসমিল্লাহ বলবে।  যদি কোন সূরার মাঝখান থেকে তিলাওয়াত শুরু করে, তাহলে বিসমিল্লাহ পড়া উত্তম, জরুরি নয়, কিন্তু এমতাবস্থায়ও আউযুবিল্লাহ পড়া অত্যন্ত জরুরী।

(দেখুনঃ জামালুল কুরআন ও আহকামে যিন্দেগী)

This entry was posted in কুরআন পাঠ. Bookmark the permalink.
//