প্রশ্নঃ কাদিয়ানীদের সাথে বিবাহ-শাদী সহীহ হবে কি না?

উত্তরঃ সারা পৃথিবীর আলিম, মুফতী, ইসলামী বুদ্ধিজীবি ও মুসলিম দেশের ইসলামী আদালতের রায় ঃ কাদিয়ানী সম্প্রদায় রাসূলুল্লাহ (সাঃ) কর্তৃক “খাতামুন্নাবিয়্যিন” শব্দের ব্যাখ্যা অস্বীকার করার দরুন এবং তাদের স্বতন্ত্র আক্বীদা ও বিশ্বাসের কারণে কাফির।
সুতরাং, কোন মুসলমানের সাথে কাফিরদের বিবাহ-শাদী যেমন কখনও জায়িয নয়, তেমনিভাবে কাদিয়ানীদের সাথেও বিবাহ জায়িয নয়- সম্পূর্ণ হারাম। যদি না জেনে কেউ তাদের সাথে বিবাহ-শাদী করে থাকে, বা বিবাহ দিয়ে থাকে, তাহলে তা ভঙ্গ করে দিতে হবে এবং তাওবা করে নিতে হবে। নতুবা তাদের ঈমান থাকবে না।  (দেখুনঃ সূরা বাকারা, বাদায়েউস সানায়ে)

This entry was posted in অমুসলিমকে বিবাহ, বিবাহ, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//