প্রশ্নঃ ওলীমার অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমানদের থেকে উপহার গ্রহণ করা?

উত্তরঃ ওলীমার অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমানেেদর দাওয়াত দিয়ে আনা হয়। তার স্ব-ইচ্ছায় আসে না। এখন তাদেরকে দওয়াত দিয়ে এনে বিভিন্ন কৌশলে খাওয়ানোর পর তাদের কাছ থেকে উপহার আদায় করা জায়িয হবে না। কেননা, এটা পরোক্ষভাবে খাওয়ার প্রতিদান উসুল করা হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা এটা প্রথা হিসাবে বা লোক দেখানোর উদ্দেশে দিচ্ছে।। কাজেই এ ধরনের উপহার গ্রহণ না করাই উচিত। তবে কেউ যদি বিনা প্ররোচনায়. সম্পূর্ণ সন্তুষ্ট চিত্তে উপহার দেয় তাহলে তা গ্রহণ করতে কোন অসুবিধা নেই। তাই এ বিষয়টির প্রতি বিশেষ নজর রাখতে হবে। (দেখুনঃ ফাতওয়ায়ে রাহমানিয়া পরিবর্ধনসহ)

This entry was posted in বিবাহ, বিয়ে পরবর্তি অনুষ্ঠান/ওলিমা, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//