প্রশ্নঃ ওকীল যদি বাজার মূল্যের চেয়ে বেশি দামে আদিষ্ট পন্য ক্রয় করে নিয়ে আসে তাহলে তা নিতে নিয়োগকারী বাধ্য কি না?

উত্তরঃ যদি ওকীল বাজার মূল্যের বেশি মূল্য দিয়ে আদিষ্ট জিনিসটি কিনে আনে। যদি বাজার মূল্যের সাথে খুব সাধারণ ব্যবধান হয়ে থাকে, তাহলে তা নিতেই হবে। আর যদি এত বেশি দিয়ে থাকে, যত দামে এই জিনিসটি কেউ কিনবে না, তাহলে তা নেয়া ওয়াজিব নয়। আর প্রতিনিধি নিয়োগকারী না নিলে উকীলকেই তা নিতে হবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

This entry was posted in কোন কাজের প্রতিনিধি বানানো, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//