প্রশ্নঃ এক ব্যক্তির উচ্ছিষ্ট অপরে খেতে পারবে কি না?

উত্তরঃ মানুষের উচ্ছিষ্ট পাক। চাই সে বদদ্বীন হোক, ঋতুবর্তী হোক, নাপাক হোক কিংবা নিফাসবর্তী হোক। সর্বাবস্থায় তার উচ্ছিষ্ট পাক। এ সকল অবস্থায় তার ঘর্মও পাক। হ্যাঁ, তার হাতে অথবা মুখে যদি নাপাক লেগে থাকে , তাহলে সে কারণে উচ্ছিষ্টও নাপাক হতে পারে। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

This entry was posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, ঝুটার বিধান, সামাজিক. Bookmark the permalink.
//